আদিপ্রাণ

মাহিগঞ্জ সাহিত্য সংসদ হতে প্রকাশিত ম্যাগাজিন


বাংলাদেশের উত্তরের জেলা রংপুর যা উত্তর বঙ্গের কেন্দ্রবিন্দু হাজার বছর ধরে। আর এ রংপুরের আদিপ্রান হচ্ছে ঐতিহ্যবাহী মাহিগঞ্জ। হেকিমী ওষুধ ও কাচ তৈরীর জন্য বিখ্যাত ছিল মাহিগঞ্জ। এটা সাধারন কথা তবে অসাধারন কি?
বাংলাদেশের প্রথম ছাপাখানা কোথায় ছিল বলুন তো?... হ্যাঁ, মাহিগঞ্জেই ছিল।
এমন জায়গায় আমরা কিছু তরুন সাহিত্যপ্রেমী গড়ে তুলেছি "মাহিগঞ্জ সাহিত্য সংসদ"। যেটার সাথে বটবৃক্ষের ছায়া হয়ে আছেন প্রবীন সাহিত্যিক-- 'কাব্যনিধি' মতিয়ার বসনিয়া। আছেন তাঁর সুযোগ্য কন্যা, সাহিত্যিক মোনালিসা রহমান !

এমন কিছু মানুষের অনুপ্রেরণায় প্রকাশিত হচ্ছে "আদিপ্রাণ"। মাহিগঞ্জ সাহিত্য সংসদের প্রতিচ্ছবি। একটা ম্যাগাজিন। যেখান থেকে আলো ছড়িয়ে পড়বে। দশদিকে। ফুটে উঠবে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি--গল্প, গীতি, কবিতা, নাটক কিংবা উপন্যাসে। 

ফ্রেবুয়ারী ২০১৮ তে প্রকাশিত হয়েছে "আদিপ্রাণ" এর প্রথম সংখ্যা "ফাল্গুনি অনিলে ভাষার ঐশ্বর্য" । সাহিত্য জগতে একটা অনন্য মাত্রা যুক্ত হয়েছে। এ বিশ্বাস আছে আমাদের। যেখানে লিখেছেন দেশবরেন্য গল্পকার, কবি, প্রবন্ধ লেখক ও ছড়াকার। লিখেছেন ওপার বাংলার কয়েকজন কথাসাহিত্যিক। সাথে আছে একঝাক তরুনের লেখাও।

 তারি ধারাবাহিকতায় ডিসেম্বরে আসছে "আদিপ্রাণ" এর দ্বিতীয় সংখ্যা , আপনাদের কে পাশে চাই !

আর মাত্র ক'টা দিন। অপেক্ষায় রাখছি আপনাদের। পাশে থাকবেন আশা রাখি।
শুভ কামনা "আদিপ্রাণ"।

আদিপ্রাণ | মাহিগঞ্জ সাহিত্য সংসদ

মোট দর্শন