আবেগহীন অনুরাগ
----| আনাস আহমাদ
আমি কোনো স্বপ্ন দেখাবোনা তোমাকে
আমি হবো তোমার স্বপ্ন পুরনের সাথী,
আমি হিরা,জহরতে মোড়ায়ে রাখবোনা তোমায়
তবে উপহার দিবো সুখময় দিবস-রাতি!
আমি বলতে চাইনা মুখে ভালোবাসি তোমায়
আমার কাজ তা করবে প্রমান,
আমি জানি না তোমার কষ্ট ঘুছাতে পারবো কিনা
তবে সজীব করবো হৃদয়ের শ্মশান!
আবেগ প্রবণ হয়ে আমি চাঁদ ছোঁয়ার বুলি ছোড়বোনা
তবে জীবন্ত চাঁদের মুখে ফুটাবো পূর্ণ হাসি,
আমি তেমন পুষ্প দিতে চাইনা তোমায়
যা কিছু সময় পরে হয় শুষ্ক, বাসি!
আমি সম্পদশালী বর হতে পারবো না হয়তো তোমার
তবে অহংকার হতে পারি নেশা মুক্ত এক প্রশান্ত নিশ্বাস,
আমি মিথ্যা মিশ্রিত রসালো গল্প বলতে চাইনা
ক্ষাণিক পরে টুকরো টুকরো করে যা বিশ্বাস!
আমি হাসাতে চাইনা তোমায়
যে হাসি নয়নের জল ঝরায়,
আমি খুব কান্নার কারণ হবো তোমার
যে কান্না স্বর্গের সন্ধান মিলায়!
তোমার সকল ইচ্ছা পুরন করতে হয়তো পারবো না
তবে তা পুরনে ত্রুটি রাখবো না এক রতি,
রোজ পূর্ণিমা আনার ক্ষমতা না থাকলেও আমার
কভু নিশ্বেষ হতে দিবো না তোমার জ্যোতি!
আমার ভালোবাসা হবে সুখ-দঃখ মিশ্রিত
মান-অভিমানের এক ছন্দময় সংসার,
আমি বাস্তবতার নীলাভূমি থেকে কথা বলছি
যেখানে মৃত্যু বাচিয়ে রাখবে আমায়,হৃদয়ে তোমার!!
----| আনাস আহমাদ
আমি কোনো স্বপ্ন দেখাবোনা তোমাকে
আমি হবো তোমার স্বপ্ন পুরনের সাথী,
আমি হিরা,জহরতে মোড়ায়ে রাখবোনা তোমায়
তবে উপহার দিবো সুখময় দিবস-রাতি!
আমি বলতে চাইনা মুখে ভালোবাসি তোমায়
আমার কাজ তা করবে প্রমান,
আমি জানি না তোমার কষ্ট ঘুছাতে পারবো কিনা
তবে সজীব করবো হৃদয়ের শ্মশান!
আবেগ প্রবণ হয়ে আমি চাঁদ ছোঁয়ার বুলি ছোড়বোনা
তবে জীবন্ত চাঁদের মুখে ফুটাবো পূর্ণ হাসি,
আমি তেমন পুষ্প দিতে চাইনা তোমায়
যা কিছু সময় পরে হয় শুষ্ক, বাসি!
আমি সম্পদশালী বর হতে পারবো না হয়তো তোমার
তবে অহংকার হতে পারি নেশা মুক্ত এক প্রশান্ত নিশ্বাস,
আমি মিথ্যা মিশ্রিত রসালো গল্প বলতে চাইনা
ক্ষাণিক পরে টুকরো টুকরো করে যা বিশ্বাস!
আমি হাসাতে চাইনা তোমায়
যে হাসি নয়নের জল ঝরায়,
আমি খুব কান্নার কারণ হবো তোমার
যে কান্না স্বর্গের সন্ধান মিলায়!
তোমার সকল ইচ্ছা পুরন করতে হয়তো পারবো না
তবে তা পুরনে ত্রুটি রাখবো না এক রতি,
রোজ পূর্ণিমা আনার ক্ষমতা না থাকলেও আমার
কভু নিশ্বেষ হতে দিবো না তোমার জ্যোতি!
আমার ভালোবাসা হবে সুখ-দঃখ মিশ্রিত
মান-অভিমানের এক ছন্দময় সংসার,
আমি বাস্তবতার নীলাভূমি থেকে কথা বলছি
যেখানে মৃত্যু বাচিয়ে রাখবে আমায়,হৃদয়ে তোমার!!