আলোর খোঁজে ভালোর পথে
-----| মোক্তাদিরুল আলম ডলার

পর্দার ওপারেই আলোর স্পর্শ
আজ শুধুই নীরবতা আর ক্রমাগত ক্ষত
একদিন অন্তরে আসবে চেতনা,
যখন বিবেকহীন মানুষগুলো
পৈচাশিক খেলা থেকে অবসর নিবে
আর জাগ্রত হবে মানুষ নামের দেবতা
যেখানে আলোর স্পর্শ
যেখানে বিবেক পবিত্র
যেখানে স্থির সকল শুভ
আর রাজ্য অভিশাপ মুক্ত
পর্দার ওপারেই আলোর স্পর্শ
যেখানে রাজা ও রাজ্য সদা পবিত্র..

No comments


আদিপ্রাণ | মাহিগঞ্জ সাহিত্য সংসদ

মোট দর্শন