"মায়ের কাছে আবেদন"
-- ---| সানজানা আক্তার স্নেহা
তুমি আমার স্বপ্ন ওগো,
তুমিই সকল চাওয়া।
তোমার চেয়ে নেই ধরাতে,
সুখের ঝর্ণা ধারা।
জীবন শুধু সত্য তবেই,
যদি গো তুমি থাকো।
ওরে শোনরে সবাই শোন,
মায়ের কাছে আজকে আমার এই আবেদন।
আদর করে আঁচলে রাখতে লুকিয়ে,
আজ আর কেন নাওনা বড় হয়েছি বলে?
আমি তো সেই ছোট্ট খুকি,
যেমনি ছিলাম আগে।
খাইয়ে দিতে গল্প বলে,
আজ কেন গল্প বল না তবে?
দেখ আমি আজও তেমনি,
যেমনি ছিলাম তোমার কোলের খুকি।
তোমার সেই স্নিগ্ধ বুকে,
ঘুমিয়ে পরতাম মাথা রেখে।
চোখের কোণে চুমু খেতে,
সোনাপাখি বলে।
আলতো ছোয়ায় সাজিয়ে দিতে,
স্বপ্নকন্যা বলে।
মুগ্ধ হয়ে দেখতো সবাই,
তোমার সাথে আমায় দেখে।
ওমনি করে আগের মত,
সাজিয়ে আমায় দাও না মাগো।
তোমার ওই স্নিগ্ধ আঁচলে,
মুখটি আমার দাও না মুছে।
অনেক দিন পেরিয়ে গেল যে,
খাইনি মা তোমার হাতে।
ভুলেই গেছি গল্প গুলি,
আদর করে দাও না গো মা গল্প শুনিয়ে।
তোমার বুকে মাথা রেখে,
ঘুমাইনি কতটা দিন।
মাথায় আমার হাত বুলিয়ে,
দাও না গো মা ঘুম পারিয়ে।
রাতের আধারে একলা একলা,
ঘুম যে চোখের কোণে আসেনা।
তোমার কাছেই থাকে মন,
তাই তো জানাই এই আবেদন।
-- ---| সানজানা আক্তার স্নেহা
তুমি আমার স্বপ্ন ওগো,
তুমিই সকল চাওয়া।
তোমার চেয়ে নেই ধরাতে,
সুখের ঝর্ণা ধারা।
জীবন শুধু সত্য তবেই,
যদি গো তুমি থাকো।
ওরে শোনরে সবাই শোন,
মায়ের কাছে আজকে আমার এই আবেদন।
আদর করে আঁচলে রাখতে লুকিয়ে,
আজ আর কেন নাওনা বড় হয়েছি বলে?
আমি তো সেই ছোট্ট খুকি,
যেমনি ছিলাম আগে।
খাইয়ে দিতে গল্প বলে,
আজ কেন গল্প বল না তবে?
দেখ আমি আজও তেমনি,
যেমনি ছিলাম তোমার কোলের খুকি।
তোমার সেই স্নিগ্ধ বুকে,
ঘুমিয়ে পরতাম মাথা রেখে।
চোখের কোণে চুমু খেতে,
সোনাপাখি বলে।
আলতো ছোয়ায় সাজিয়ে দিতে,
স্বপ্নকন্যা বলে।
মুগ্ধ হয়ে দেখতো সবাই,
তোমার সাথে আমায় দেখে।
ওমনি করে আগের মত,
সাজিয়ে আমায় দাও না মাগো।
তোমার ওই স্নিগ্ধ আঁচলে,
মুখটি আমার দাও না মুছে।
অনেক দিন পেরিয়ে গেল যে,
খাইনি মা তোমার হাতে।
ভুলেই গেছি গল্প গুলি,
আদর করে দাও না গো মা গল্প শুনিয়ে।
তোমার বুকে মাথা রেখে,
ঘুমাইনি কতটা দিন।
মাথায় আমার হাত বুলিয়ে,
দাও না গো মা ঘুম পারিয়ে।
রাতের আধারে একলা একলা,
ঘুম যে চোখের কোণে আসেনা।
তোমার কাছেই থাকে মন,
তাই তো জানাই এই আবেদন।