আমাকে যারা ঘৃণা করে!
তাদেরকে ঘৃণা করার সময় আমার নাই।
কারণ যারা আমাকে ভালোবাসে!
তাদের ভালোবাসা নিয়েই আমি ব্যস্ত আছি আর থাকবো ইনশা আল্লাহ।
তাই তো কথায় আছে, পাপীকে ঘৃণা করো না বর্ং
পাপকে ঘৃণা করো।
আমি বা আমরা সবার কাছে ভাল হবো এমনটা আশা আমি কখনোই করি না বা করবেন না।
আর এই পৃথিবীতে সবার কাছে ভাল হওয়াটাও সম্ভবও নয় আমার মনে হয়। যতদুর জানি সবার কাছে ভাল হলে তাকে আর মানুষ বলা যাবে না!!
তাকে কি বলা যাবে সেটা আপনারাই বুঝতে পারবেন ইনশা আল্লাহ।
আমরা সকলেই কিন্তুু নিখুত নই, প্রত‌্যেকেরই কিছুনা কিছু সমস‌্যা আছে
তাই না!!
আর এটাই স্বাভাবিক মনে হয়।
তাই সবার কাছে ভাল হওয়ার চেস্টা করাটাও মনে হয় পন্ডশ্রম।
তবে সবার কাছে ভাল না হয়ে যদি চেস্টা করি যিনি আমাদের সৃর্ষ্টি করেছেন তেনার কাছে ভাল হওয়া।
আর সৃর্ষ্টিকর্তার কাছে ভাল হতে পারলেই,
এটাই হচ্ছে দুনিয়ার বুকে সব সবচেয়ে বড় পাওয়া।
তবে খুব ভাল না হলেও কখনোই খারাপ হওয়ার চেস্টা করবো না ইনশা আল্লাহ। যেহেতু আমাদের মৃর্ত‌্যু নামক দূ‌ত সব সময় পিছু পিছু লেগেই আছে!!
কখন যে কি হবে তা কেউ বলতে পারবে না।
আর মৃর্ত‌্যুর পরে যে আমাদের হিসাব দিতে হবে সেটা তো আমরা সকলেই বিশ্বাস করি তাই না।
So be think it....
সকলেই ভাল থাকবেন ইনশা আল্লাহ।
আর হ‌্যা আমাকে আবার খুবেই ভাল ভাবনে না বা
খুবেই খারাপ ভাববেন না।
তবে ভাবলে ভাবতে পারেন এটা আপনার স্বাধীনতার !!
তবে ভাল হওয়ার চেস্টায় আছি আল হামদুলিল্লাহ।
আল্লাহ হাফেজ।

____আজাহার আলী সরকার

No comments


আদিপ্রাণ | মাহিগঞ্জ সাহিত্য সংসদ

মোট দর্শন