তোমার ভুমিকায়
-----| তাছনীম বিন আহসান 

আমি পেয়েছিলাম
কিছুটা বাচার আশা তোমার থেকে ,
তাই দিয়েছি
ভালোবাসা যা ছিলো আমার বুকে !
রঙে একেছো
তুমি কিছুটা আল্পনা আমার চোখে ,
আমার স্বপ্ন
উৎসর্গ করেছি তাই তোমার সুখে !
ডানা মেলেছো
আমার মনের নীল আকাশে রোজ ,
অথচ করেছো
সেখান থেকেই অন্য ঘরের খোঁজ !
যাই করেছো
সুখেইতো আছো নিজের মনের মত ,
তাই সুখী
আমি দুরের পথে দুঃখ নিয়ে শত !
জীবনের দৌড়ে
হয়তো পিছিয়ে আছি হাজার বছর ,
দীর্ঘ পথে
তোমার স্মৃতি বাঁচাবো প্রতি প্রহর !

#তাছনীম

1 টি মন্তব্য


আদিপ্রাণ | মাহিগঞ্জ সাহিত্য সংসদ

মোট দর্শন