সুখস্বপ্ন
---| মাহমুদ মোর্শেদ লিয়ন



শোয়ার জায়গাটা যেমন-তেমনি হোক
রেশমি চাদর কিংবা উশৃঙ্খল ঘাস
ছাদ কিংবা বটছায়া, কিন্তু মাথাটা-
পছন্দ মত জায়গায় রাখতে চায়
ঘুমিয়ে গেলেও দুঃখিত হব না,
তোমার মায়া মুখে চেয়ে
নরম কোলে শুয়ে
হাজারবার আমি অমনটাই চাই।

প্লেটে একটা কাঁচা মরিচ
আর একটুকরো পেয়াজ নিয়ে
তোমার হাত মাখা ভাত
হাস্যজ্বল লাজুক চেহারাতে
ঠোটের কোণে এক চিলতে হাসিতে
ভাত খাওয়ার প্রশান্তি....
হাজারবার আমি অমনটাই চাই।
তোমার স্বভাবত লাজুক চাহনিতে
মিষ্টি মধুর উষ্ণ চুম্বনে
যে ভালবাসার আকুলতা,
আমাকে হারাবার অসীম ভয়
আনমনা ভাবনা বিদ্যমান
হাজারবার আমি অমনটাই চাই....

No comments


আদিপ্রাণ | মাহিগঞ্জ সাহিত্য সংসদ

মোট দর্শন