অামি তার সে অামার
- মাহবুবুল অালম
- মাহবুবুল অালম
এখানে দাঁড়ালেই রূপসীর রূপ দেখে
যেন অামি হয়ে যাই বোবা, কেমন
এক অচেনা অাবেগ, জেগে ওঠে
মনের ভেতর, বেসুরা গলায় কত
ওঠে অাসে বেহাগ বিধুর।
যেন অামি হয়ে যাই বোবা, কেমন
এক অচেনা অাবেগ, জেগে ওঠে
মনের ভেতর, বেসুরা গলায় কত
ওঠে অাসে বেহাগ বিধুর।
এ অামার নিঝঝুম পুকুরের পাড়
এখানে দাঁড়ালে চোখে ভাসে সাড়িসাড়ি
স্মৃতির কবর, শৈশব-কৈশোরের কত
ছবি, কত গান, কত স্মৃতি
ঝুপ করে নেমে বসে কাঁধের ওপর।
এখানে দাঁড়ালে চোখে ভাসে সাড়িসাড়ি
স্মৃতির কবর, শৈশব-কৈশোরের কত
ছবি, কত গান, কত স্মৃতি
ঝুপ করে নেমে বসে কাঁধের ওপর।
দেখি, প্রকৃতি দৌড়ে অাসে ধান গমের
অাল ভেঙে, হার্ডেলস ডিঙ্গানোর মতো
ধেয়ে অাসে যেন কোনো বানকুঁড়ালী মেয়ে;
সাথে করে নিয়ে অাসে চৈত্রের ধূলোবালি
ঝরাপাতা, নিয়ে অাসে অাম কাঁঠাল বনের
মৌ মৌ ঘ্রাণ, বসন্তের পুষ্পমঞ্জুরী।
অাল ভেঙে, হার্ডেলস ডিঙ্গানোর মতো
ধেয়ে অাসে যেন কোনো বানকুঁড়ালী মেয়ে;
সাথে করে নিয়ে অাসে চৈত্রের ধূলোবালি
ঝরাপাতা, নিয়ে অাসে অাম কাঁঠাল বনের
মৌ মৌ ঘ্রাণ, বসন্তের পুষ্পমঞ্জুরী।
অামি তখন তন্ময় হয়ে দেখি, প্রকৃতির
বিচিত্ররূপ, শরীরের ঠাট, দুগ্ধবতী
গাইয়ের ওলান যেন নিতে চায় মাটির
পরশ, কৃষাণীর হাড়ভাঙা সুঠাম দেহের
রোদেপোড়া তমাটে বরন, ভেতর বাহিরে
দোলায় অন্য রকম।
বিচিত্ররূপ, শরীরের ঠাট, দুগ্ধবতী
গাইয়ের ওলান যেন নিতে চায় মাটির
পরশ, কৃষাণীর হাড়ভাঙা সুঠাম দেহের
রোদেপোড়া তমাটে বরন, ভেতর বাহিরে
দোলায় অন্য রকম।
ওই যে পাহাড় অাকাশের কোলে কেমন
দিয়েছে হেলান, সাদামেঘ ছূঁয়ে যায়
কিংশুক পাহাড়ের চূঁড়া, ঝর্ণার জলছবি
বকের ডানায় যেন দেয় দীর্ঘ উড়ান।
দিয়েছে হেলান, সাদামেঘ ছূঁয়ে যায়
কিংশুক পাহাড়ের চূঁড়া, ঝর্ণার জলছবি
বকের ডানায় যেন দেয় দীর্ঘ উড়ান।
এ-অামার জল-মাটির অতীতপুরাণ
কখনো যে হয় না বাসি, ষোড়শীর
মোহনমায়া হৃদয়ের গহন কোণে
প্রতিদিন এসে সে খেলে লুটোপুটি।
কখনো যে হয় না বাসি, ষোড়শীর
মোহনমায়া হৃদয়ের গহন কোণে
প্রতিদিন এসে সে খেলে লুটোপুটি।