মহান সৃষ্টিকর্তা 
 - তাছনীম বিন আহসান

মিষ্টি ভোরে পাখি ডাকে
রবি জাগে পুবাকাশে,
ওরা সদা তৎপর থাকে
রবের নামটি প্রকাশে!
"তুমি মহান অসীম দয়ালু প্রভু,
তোমার মহীমা থেকে যেন নিরাশ হইনা কভু!"
ক্লান্ত দুপুরে বৃক্ষ রাজি
কার ইশারায় দেয় ছায়া,
এই জীবনা সকল কিছু
সবই মহান রবের দয়া!
"তুমি মহান অসীম দয়ালু প্রভু,
তোমার মহীমা থেকে যেন নিরাশ হইনা কভু!"
সন্ধ্যা এলে জোনাক পোকা
আলোর খেলায় মাতে,
রবের সৃষ্টি পৃথিবীর সব
ভরা হাজার রহস্যতে!
"তুমি মহান অসীম দয়ালু প্রভু,
তোমার মহীমা থেকে যেন নিরাশ হইনা কভু!"
রাতের আকাশে কোটি তারা
চাঁদ বিলায় জোসনা,
জানার নেইতো কোন শেষ
যতই করি সাধনা!
"তুমি মহান অসীম দয়ালু প্রভু,
তোমার মহীমা থেকে যেন নিরাশ হইনা কভু!"

No comments


আদিপ্রাণ | মাহিগঞ্জ সাহিত্য সংসদ

মোট দর্শন