"একটাই তুই আমার"
- নাজমা সরকার

তোর মন সাগরে বৈঠা হাতে,
নৌকো বেয়ে যাবো অচিন দেশে।
সেই দেশেতে থাকবে না,
কেউ তুই আর আমি ছাড়া।
তুই আমার অবুঝ চোখের তারা,
তুই আমার মনের না বলা ভাষা।
তোর চোখে বুনেছি স্বপ্ন হাজার,
তুই আমার সুখের ঠিকানা।
তুই মেঘলা আকাশে অধ্যচন্দ্র
তুই রাতের আকাশে একটাই ধ্যুবতারা
তুই সূর্য উঠা ভোর আমার,
তুই গোটা আকাশে,,,
তারা ভরা রাত্রি,,।
গোটা পৃথিবীতে যেমন একটাই'রব'।
তেমনি একটাই তুই আমার।
তোর জন্য পৃথিবীতে আসা,
তোর জন্যই মূলত আজও,
বেঁচে থাকা,,,,,
"তাই একটাই তুই আমার,
একটাই তুই আমার"।
তুইয়ি বেঁচে থাকার কারণ।
" প্রিয় অদ্ভুত"


No comments


আদিপ্রাণ | মাহিগঞ্জ সাহিত্য সংসদ

মোট দর্শন