অবগাহন  -
তাছনীম বিন আহসান

কিছু স্বপ্ন তোর চোখ দিয়ে দেখি আমি
একটা লেবুর গাছ অন্য দিকে কয়েকটা বেলী
ছোট্ট এই রকম আঙিনা ...
জোছনা রাতে জানালার পাশে আমরা
বাহিরে হাসনাহেনার বড় একটা ঝোপ
নিশ্চুপ গল্পের রাত আর আদর ...

সমস্ত সত্তায় তোকে ধারন করি ভালোবেসে
সকালের সুর্য থেকে খয়েরি বিকেল
পুর্নিমা বা অমাবশ্যায় ...
আঁকার খাতা আর কবিতার প্রতিটা পদ
তোর মায়ায় ধোয়াশা মতন
ভিতর এবং বাহিরে ...


No comments


আদিপ্রাণ | মাহিগঞ্জ সাহিত্য সংসদ

মোট দর্শন