হ-য-ব-র-ল (ক) | তাছনীম বিন আহসান | কবিতা

যদি ভুল করেও দুটি চাঁদ উকি দিতো পৃথিবীর আকাশে ,
গোলাপ গুলো হতো দুর্গন্ধযুক্ত আর পাখি গুলো সব বোবা ,
তাহলে আমিও তোমায় চাইতাম না !

যদি রাত গুলোয় আলোর বন্যা হতো আর দিন হতো আঁধার ,
যদি বিল্লিটা ডাকতো ঘেউ ঘেউ আর কুকুরটা মিউ মিউ ,
তাহলে একটা মুহুর্তও তোমায় ভাবতাম না !

No comments


আদিপ্রাণ | মাহিগঞ্জ সাহিত্য সংসদ

মোট দর্শন