রাজত্ব
- তাছনীম বিন আহসান
যে করেই হোক তোকে কাঁদাবোই আমি
যখন তখন ইচ্ছে মত যা না তাই বলে ,
কেননা কাঁদার পর ;
একটু আদর পেয়েই আরো কাছে আসিস
আমার বুকে মুখ লুকিয়ে বেশী ভালোবাসিস
তাইতো কাঁদাই নানা ছলে !!
যে করেই হোক তোকে রাগাবই আমি
গোপনে আর প্রকাশ্যে বাঁকা কথা বলে ,
কেননা রাগলেই ;
তোর তুষার শুভ্র গালে রাঙা সুর্য দেখি
ঐ গোলাপী আভায় অসংখ্য সুখ আঁকি
রাগাই তোকে ভালোবাসি বলে !!
যে করেই হোক তোকে হাসি মুখে রাখবই আমি
হাজার কষ্ট সমস্যা থাকলে বা না থাকলে ,
কেননা তুই হাসলেই ;
আমার পৃথিবীটা আলোয় ভরে উঠে
শত কষ্টেও আমার মুখে হাসি ফোটে
ভালো থাকি তুই হাসলে !!
- তাছনীম বিন আহসান
যে করেই হোক তোকে কাঁদাবোই আমি
যখন তখন ইচ্ছে মত যা না তাই বলে ,
কেননা কাঁদার পর ;
একটু আদর পেয়েই আরো কাছে আসিস
আমার বুকে মুখ লুকিয়ে বেশী ভালোবাসিস
তাইতো কাঁদাই নানা ছলে !!
যে করেই হোক তোকে রাগাবই আমি
গোপনে আর প্রকাশ্যে বাঁকা কথা বলে ,
কেননা রাগলেই ;
তোর তুষার শুভ্র গালে রাঙা সুর্য দেখি
ঐ গোলাপী আভায় অসংখ্য সুখ আঁকি
রাগাই তোকে ভালোবাসি বলে !!
যে করেই হোক তোকে হাসি মুখে রাখবই আমি
হাজার কষ্ট সমস্যা থাকলে বা না থাকলে ,
কেননা তুই হাসলেই ;
আমার পৃথিবীটা আলোয় ভরে উঠে
শত কষ্টেও আমার মুখে হাসি ফোটে
ভালো থাকি তুই হাসলে !!