চিত্র ০১
- তাছনীম বিন আহসান
বিস্তৃত সবুজের মাঝে
রক্ত রাঙা শিমুল গাছ আজও আছে ,
শালিক আর বুলবুল পাখি
ফাল্গুনের মিষ্টি সকাল গুলা
আজও মুখর করে বসে শিমুল গাছে !
চোখে সবুজের সৌন্দর্য
গায়ে বসন্তের আদর বাতাস মেখে ,
চাইলে ছুটে চলে যাওয়া যায়
শহর ছেড়ে দুরের কোনো গ্রামে
যান্ত্রিক ব্যাস্ততার জীবন পেছনে রেখে !
শান্ত সরলতা মাখা
চঞ্চল কিশোরীর হাসি ভরা মুখ ,
গ্রাম্য নির্জনতা চুর্ন করে
তার সাথে পাল্লা দেয় কোকিল
শহুরে মনে যেসব কল্পনার সুখ !
:) র.ই.প :)